(ক) অনাবাসিক প্রশিক্ষণঃ
v ১৮-৩৫ বছরের বেকার যুবদের বিভিন্ন ট্রেডে অপ্রাতিষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
(খ) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ
v মৎস্য চাষ, হাঁস-মুরগি ও ও গবাদী পশু পালনসহ বিভিন্ন ট্রেড-৭/১০ দিন- ন্যূনতম ৫ম শ্রেণী পাশ- কোর্স ফি নেয়া হয় না- আসন সংখ্যা ৩০।
ঋণ কার্যক্রমঃ
(ক) একক ভভীত্তক ঋণ প্রদানঃ
v প্রাতিষ্ঠানিক ট্রেড: ১০,০০০/- থেকে ৫০,০০০/- পর্যন্ত।
v অপ্রাতিষ্ঠানিক ট্রেড: ৫,০০০/- থেকে ২৫,০০০/- পর্যন্ত।
যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কার্যক্রমসমূহঃ
v যুব সংগঠন তালিকাভূক্তিকরণঃ দেশের উন্নয়ন প্রক্রিয়ায় যুব সংগঠন সহযোগী শক্তি হিসেবে বলিষ্ঠ অবদান রাখতে সক্ষম। এরই অংশ হিসেবে বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনসমূহকে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক তালিকাভূক্ত করা হয়।
v যুব সংগঠনের মধ্যে অনুদান প্রদানঃদেশের আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনকে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক অনুন্নয়ন খাত থেকে এবং যুব কল্যাণ তহবিল থেকে অনুদান প্রদান করা হয়।
v জাতীয় যুব পুরষ্কারঃযুব উন্নয়ন অধিদপ্তর হতে যে সকল যুবক ও যুব মহিলা প্রশিক্ষণ ও ঋণ গ্রহণ করে আত্মকর্মসংস্থানে সফল হয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হন তাদের কাজের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর সারাদেশে মোট ১৬ জন সফল যুবক/যুব মহিলাকে জাতীয় যুবর পুরস্কার প্রদান করা হয়।
কমনওয়েলথ যুব পুরষ্কারঃকমনওয়েলথ ইয়ূথ প্রোগ্রাম এশিয়া সেন্টার এশিয়া অঞ্চলেরকমনওয়েলথভুক্ত দেশসমূহের যুব/ যুব সংগঠকদের যুব উন্নয়ন কর্মকান্ডে অবদান / যুব সংগঠনের মাধ্যমে সমাজ উন্নয়ন কর্মকান্ড, যুব মহিলাদের উন্নয়নমুলক কর্মকান্ড, আদিবাসী যুবদের উন্নয়নমূলক কর্মকান্ড, যুব সংগঠনের মাধ্যমে প্রকল্প ভিত্তিক কমিউনিটি ডেভেল্পমেন্ট ও স্বনির্ভর কার্যক্রমের জন্য বিভিন্ন শিরোনামে কমনওয়েলথ যুব পুরস্কার প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস